দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের আমন্ত্রিত শতাধিক অতিথি; জাকজমকপূর্ণ এ আয়োজনে ছিলেন না আওয়ামী লীগের কেউ।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশের গেইটে যান বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। কিন্তু বিএনপি নেতারা তাকে দেখেই ক্ষুব্ধ হন।
নেতারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান একসময় বিএনপির সাবেক এমপি মাহী বি চৌধুরী।
এদিন রাতে বঙ্গভবনের গেইটে মাহীর গাড়ি ঘিরে ধরেন বিএনপির নেতাকর্মীরা। তারা গাড়িতে থাপড়াতে থাকেন। মিনিট দশেকের মত তারা গাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। ‘দালাল’ বলে স্লোগান দেন।
তিনি বিএনপির সাবেক এমপি হলেও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য হয়েছিলেন। পরে দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু পরে মনোনয়নপত্র বাতিল হয়।
নেতাকর্মীদের তোপের মুখে পরে মাহী বি চৌধুরীর গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্তানের দিকে চলে যায়। এর আগে বঙ্গভবনে র্যাবের দুটি গাড়ি প্রবেশের সময়ও উপস্থিত লোকজন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।