রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৩০ নভেম্বর ২০২৪ | ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১০ট্রলার ডুবি নিখোঁজ-২৫
কমল তালুকদার,পাথরঘাটা বরগুনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১০ টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।ঘটনায় ২৫ জেলে নিখোঁজ রয়েছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় হঠাৎ দমকা বাতাস ও ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, বাগেরহাট, পিরোজপুর ও পটুয়াখালী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এফবি আনিস, এফবি ইলিয়াস ও এফবি মায়ের দোয়া বলে তথ্য সূত্রে থেকে জানা যায়। মাছধরা ট্রলার এফবি হাওলাদার এর মাঝি এমাদুলের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার অপর বেশ ক'টি ট্রলার উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করতে পারলেও ২৫ জেলে এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে। এদিকে নিখোঁজ জেলেদের বাড়িতে চলছে উদ্বেগ-উৎকণ্ঠা । স্বজনরা তাকিয়ে রয়েছে জেলেদের ফিরে আসার অপেক্ষায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.