জোবায়ের ফরাজী বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়ল ১০মণ ওজনের বিশাল আকৃতির ‘শাপলাপাতা’ মাছ।মাছটি দেখতে ভিড় করেছেন অনেকে।মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে জেলেরা মাছটি নিয়ে আসেন বিক্রির জন্য।পরে কেবি বাজারের অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার যৌথভাবে ৪৮ হাজার টাকায় মাছটি কেনেন। পরে তারা সেটি বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে কেটে কেটে বিক্রি করছেন।সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ৫ দিন আগে বিশাল এই মাছটি ধরা পড়ে।বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মাসুম কোম্পানীর একটি ফিশিং ট্রলার থেকে ফেলা জালে ধরা পড়া বিশাল আকৃতির এই শাপলাপাতা মাছটি।মাছ ব্যবসায়ী জাকির বলেন, "শাপলাপাতা মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণের মাছ প্রায়ই পাওয়া যায়। যেগুলো খুচরা বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি যেহেতু অনেক বড়, তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি"।কেবি বাজার আড়ৎদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, "মাঝে মধ্যে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। সকালে বিক্রি হওয়া শাপলাপাতা মাছটির ওজন অন্তত ১০ মণ"।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]