রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১ | ১২ শাওয়াল ১৪৪৬
বঙ্গোপসাগরে ধরা পড়েছে ১০ মন ওজনের শাপলা পাতা মাছ
আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বঙ্গোপসাগরের দুবলার চরে জেলের জালে ধরা পড়েছে ১০ মন ওজনের একটি বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। সোমবার (৩১ জানুয়ারি) ভোরে জেলে কুতুব আলীর গলসা জালে মাছটি ধরা পড়ে। পরে এই বিশাল আকৃতির মাছটি মোংলা বাজারে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমায়। মোংলা মৎস্য সমিতির সভাপতি মোঃ আফজাল হোসেন বলেন, ১০ মন ওজনের এই মাছটি মোংলার প্রধান মৎস্য বাজারের রাইজিং ফিসের মালিক দীন ইসলাম কিনে নেন। ছয় হাজার ৪০০ টাকা মন দরে ৬৪ হাজার টাকায় মাছটি কিনে তারা।
পরে এই মাছ ভাগ করে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, জেলের জালে ধরা পড়া মাছটি শাপলা পাতা মাছ নামে পরিচিত। সাধারণত মাটি ছুঁই ছুঁই করে পথ চলাচল করে। এই মাছটি সামুদ্রিক মাছ, উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.