জোবায়ের ফরাজী বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ‘মা-বাবার আর্শিবাদ-১২’নামের একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাদেরকে আটক করে মোংলা কোস্ট গার্ড। আটককৃত ১৩ জন ভারতীয় জেলের বাড়ি ভারতের কলকাতায়।কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ এম মামুনুর রহমান জানান,”বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখা যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই ট্রলারটিকে জব্দ করে।ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনা হচ্ছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মোংলায় আনার পর তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করবে কোস্ট গার্ড”।
১ view