মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা,প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ কুমিল্লার হোমনায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতেমো. আলমগীর হোসেন(৩৫) ও টিটু চন্দ্র দাস(৩২) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৪মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতমো. আলমগীর হোসেন(৩৫) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে এবং টিটু চন্দ্র দাস(৩২)ও একই এলাকার নেপাল চন্দ্র দাসের ছেলে।হোমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া জানান, সোমবার সন্ধ্যার দিকে একটি নৌকা নিয়ে আলমগীর, টিটু ও টিটুর পিতা নেপাল চন্দ্র দাস এবং অমুল্য চন্দ্র দাস এক সঙ্গে মাঠালিয়া নদীতে মাছ ধরতে যায়। রাত সাড়ে ১১টার দিকে বজ্রপাতে আলমগীর ও টিটু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় টিটুর পিতা নেপাল চন্দ্র দাস ও অমুল্য চন্দ্র দাস আহত হয়।খবর পেয়ে অন্য জেলেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অমুল্য চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]