নূর মোহাম্মদ সুমন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় তিস্তার ডালিয়া ব্যারেজ এলাকায় বনভোজনে এসে গোসলে নেমে তিস্তা নদীর পানিতে ডুবে সাগর চন্দ্র (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।
সাগর চন্দ্র ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের প্রয়াগপুর গ্রামের সত্যজিত রায়ের ছেলে। সে উপজেলার নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।
পানিতে ডুবে সাগরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ডিমলা থানায় আনা হয়েছে।’
শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার থ্রি স্টার কোচিং সেন্টার থেকে ৬৩ জন শিক্ষার্থী আজ শনিবার সকালে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ এলাকায় বনভোজনে আসে। দুপুরের দিকে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে বন্ধুরা উঠে এলেও সাগর উঠে আসেনি। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় জেলেদের জানান। জেলেরা বেশ কিছু সময় খোঁজাখুঁজি করে তিস্তা ব্যারাজের ৫২ নম্বর জলকপাটের সামনে পানির নিচে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাগরকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থ্রি স্টার কোচিং সেন্টারের শিক্ষক শফিউল্লা সালাফি বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী মারা যাওয়ার সংবাদ সঠিক। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]