ফিযাদ নওশাদ ইয়ামিন, রামপুরা বনশ্রী:রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়িকে গুলি করে সোনা ও টাকা লুটের ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হেসেন (৪৩)।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
পুলিশ জানিয়েছে, একটি স্বর্ণের দোকানের মালিক আনোয়ার ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন।
নিজের বাসার কাছে পৌঁছালে অস্ত্রধারীরা তাকে গুলি করে স্বর্ণ ও টাকা নিয়ে যায়।
আতাউর রহমান বলেন, আনোয়ারের পায়ে গুলি লেগেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আনোয়ার হোসেন জানান, তিন মোটরসাইকেলে আসা প্রায় সাতজন তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই তাকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান রামপুরা থানার ওসি আতাউর রহমান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]