মোঃ সুমন,বিশেষ প্রতিনিধি, রাঙামাটি: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট-সুনামগঞ্জ-কুড়িগ্রাম ও হাওর ও দেশের বিভিন্ন অঞ্চল। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে পানিবন্দি হয়ে পড়েছেন।দেশের বিভিন্ন জায়গায় লাখ লাখ মানুষ বন্যার তোড়ে ভেসে যায় বহু ঘরবাড়ি-সম্পদ। নেই খাবার, পানের উপযোগী নেই পানি।সিলেট সহ সকল বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা জন্য কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আজ সকাল ১০ঘটিকায় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পর্যায় ত্রাণ সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত জনাব সিদ্দিকুরm রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি জনাব খলিলুর রহমান শেখ, বিশেষ অতিথি।জনাব আবু ঈসা রিপন, সংগঠনিক সম্পাদক আমির হোসেন সেলিম,শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন,সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বাবু সুইচিং মারমা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কুদ্দুস,সাংবাদিকবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সহ দলের সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন.. বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলার,ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ঘর থেকে বের হয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।