রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১ | ৭ রজব ১৪৪৬
ববিতে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ সম্পর্ণ
ইমরুল কায়েস ববি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ (অনলাইন) শেষ হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেন ৩০ জন তরুণ ক্যাম্পাস সাংবাদিক।মঙ্গলবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ।পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে একবার প্রবেশ করলে আর বের হওয়া যায় না। একটি অবাধ, নিরপেক্ষ স্বাধীন গণমাধ্যম সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। ক্যাম্পাস সাংবাদিকদের বিভিন্ন বিষয়ের উপর লেখার চর্চা করতে হবে বলে জানান তিনি।প্রশিক্ষণে অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বলেন, পিআইবি কে ধন্যবাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিয়ে সুন্দর একটা ট্রেইনিং সেশন আয়োজন করার জন্য।বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা থেকে অনেক কিছুই শিখেছি। আশা করি সংবাদ লেখার মধ্যে দিয়ে তা মানুষের কাছে তুলে ধরতে পারব।অনলাইনে আয়োজিত তিনদিন ব্যাপী এই কর্মশালার প্রথমদিনে সংবাদ ধারণা ও রিপোর্ট লেখার কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম।দ্বিতীয় দিনে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রবীপ কুমার পান্ডে ।এছাড়া তৃতীয় ও সমাপনী দিনে ফিচার প্রতিবেদনের উপর প্রশিক্ষণ দেন চ্যানেল আই 'র সিনিয়র বার্তা সম্পাদক মীর মাশরুর জামান।কর্মশালাটি সমন্বয়ক করেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.