বরগুনা জেলা থেকে হাফিজুর রহমান: বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন এর বিরুদ্ধে বরগুনা জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেন এক অভিভাবক।
অভিযোগকারী মোঃ নাসির উদ্দিন পিন্টু অভিযোগ পত্র উল্লেখ করেন এড হক কমিটি গঠনের অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতি ও ঘুষ নিয়োগ বাণিজ্যের করেছেন, ওই প্রতিষ্ঠানের প্রধান মোঃ বশির উদ্দিন।
পিন্টু বলেন জানুয়ারি ২০২৫ ইং তারিখে বরগুনা জেলা প্রশাসক বরাবর আমি একটি লিখিত পত্র ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বশির উদ্দিনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।
উল্লেখ থাকে এডক কমিটি করার জন্য সরকারি নিয়ম নীতি না মেনে ও অভিভাবকদের সাথে আলাপ আলোচনা না করে গোপনে কমিটি সরকারি দপ্তরে প্রেরণ করেন। এ নিয়ে এলাকাবাসী,সুশীল সমাজ এবং অভিভাবকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রকাশ থাকে যে, বিগত দিনে বাংলাদেশ বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজের সভাপতি থাকাকালীন সময়ে ওই প্রতিষ্ঠানে চারটি পদে নিয়োগ দিয়ে থাকেন। প্রধান শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন এর যোগজাজসে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ঘুয বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।
এ বিষয়ে ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বশির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার বিরুদ্ধে অভিযোগকারী ব্যক্তিকে আমি চিনি না উক্ত ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম বলেন এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]