মোঃ খাইরুল ইসলাম মুন্না,বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেতাগী সরকারি কলেজে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের বাস্তবায়নে তরুণ কল্যাণ যুব পরিষদ ‘র আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম স্থানীয় শাখার সহযোগিতায় সোমবার (২৬ ডিসেম্বর ) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা চক্ষুরোগী মোসা: মেরি বেগম, মো: ফারুক, আলেয়া বেগম, মোস্তফা গাজী ও আব্দুস সত্তার তাদের প্রতিক্রিয়ায় বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে তাঁরা দারুণ খুশি। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজনে)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম ও বেতাগী উপজেলা শাখার সদস্য মো: জিদনী। এ সময় সেচ্ছাসেবক হিসেেেব দায়িত্ব পালন করেন, মো: রিয়াজুল করিম, মোঃ ইমন হাওলাদার, শুভ শীল, মো: শাওন, বনি আমিন ও প্রসনজিৎ বিশ্বাস।তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি অলি আহম্মেদ জানান, এ সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চোখে ছানী পরা রোগীদের কম খরচে এবং মোট ২০১ জন গরীব অসহায়দের সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]