দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট:গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রতীক ছিল টেবিলঘড়ি। অনেকটা আলোচনার বাইরে থেকে এসে তিনি নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘টেবিলঘড়ি’। এই প্রতীক নিয়ে বরিশালে ভোট করছেন বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান।
বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের নেতা, রাজনীতি সচেতন ব্যক্তি ও সাধারণ ভোটারদের অনেকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের মতে, প্রচারে গাজীপুরের জায়েদা খাতুনের মতোই পরিস্থিতি স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসানের। নৌকা ও হাতপাখা প্রতীকের প্রার্থীর চেয়ে প্রচারে অনেকটাই পিছিয়ে। কিন্তু অধিকাংশ ওয়ার্ডে বিএনপি-জামায়াতের কাউন্সিলর প্রার্থী থাকায় স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বিএনপির সমর্থক ভোটারদের সহানুভূতি পেতে পারেন। এই বিষয়টি ভাবনায় ফেলেছে আওয়ামী লীগকে।
আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বরিশাল নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দীন প্রথম আলোকে বলেন, শুরুতে ইসলামী আন্দোলনের প্রার্থীকে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল। এখন সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]