রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬
বরিশালে সু্ষ্ঠুভাবে শেষ হল ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষা
ইমরুল কায়েস ববি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বরিশালে সু্ষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা।শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত চলে পরীক্ষা। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে মোট ৩ হাজার ৪২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। অনুপস্থিত ছিল ৭১১ জন এবং উপস্থিতির হার ৭৯ দশমিক ২৪ শতাংশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, সবার সহযোগিতায় কোনো সংকট ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সু্ষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে কেন্দ্র ব্যবস্থাপনা সংক্রান্ত সহায়তা চেয়েছিল। আমি আমার পক্ষ থেকে যাবতীয় সহায়তার পদক্ষেপ নিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ নিয়মে পরীক্ষা নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টিম প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছে।এছাড়া ঢাকার বাইরে ভর্তি পরীক্ষার কেন্দ্র করার সুফল সম্বন্ধে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি ডিসেন্ট্রালাইজেশনের ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা সার্বিকভাবে উপকৃত হবে। প্রথমত তাদের আর্থিক দিক থেকে সুবিধা হবে।এছাড়া তাদের আগে যে কষ্ট হতো সেটা কিছুটা হলেও লাঘব হবে।করোনা মহামারি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ক ইউনিটের তিন হাজার ৪২৫ জন শিক্ষার্থীর সিট পড়ে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.