শামিম, বরিশাল সিটি প্রতিনিধি : ৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বঞ্চিতজনের অধিকার নিশ্চিতকরণ প্রকল্প কোভিড ১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ উপকার ভোগীদের জীবন জীবিকার জন্য আয়বৃদ্ধিমূলক কাজ (আইজিএ) পরিচালনার ক্ষেত্রে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান কার্ষক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রধান নির্বাহী সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ ক্ষতিগ্রস্ত বিধবা ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মাধ্যমে করোনা ভাইরাসের বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন পরে ১৫০ জন বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এদের মধ্যে ১২০ জন বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইনের মাধ্যমে অর্থ সহায়তা দেওয়া হবে। একজন বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি ৭ হাজার টাকা করে এ অর্থ সহায়তা পাবেন। ৭ হাজার টাকা করে ১৫০ জনকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে।