ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডে প্রথমবার চালু হওয়া বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবের্ত লেভানডোভস্কি।
প্যারিসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে লেভানডোভস্কির হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার।
২০২০ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী লেভানডোভস্কির গত মৌসুমটাও কাটে দুর্দান্ত। বুন্ডেসলিগায় ৪১ গোল করে তিনিই ছিলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা।
বায়ার্নের হয়ে গত মৌসুমে বুন্দেসলিগা জয়ের পথে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন জার্ড মুলারের ৪৯ বছরের পুরনো রেকর্ড। জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শু।
৩৩ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে গত মৌসুমে ১১ ম্যাচে গোল করেন ৯টি। এর মধ্যে তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির টানা তিন আসরে গোল করার কীর্তিও গড়েন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]