মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত দুইতলা ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শনিবার আনুষ্ঠানিকভাবে ভবনাটির উদ্বোধনী ফলক উন্মোচন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।এ সময় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সন্তানকে মানসম্মত শিক্ষা নিশ্চিত কাজ করছে।শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকগণের সম্মানী বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে আওয়ামী লীগ সরকার। শিক্ষার্থীদের ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অকৃতকার্যরা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে চাকুরী করেন। যারা মেধাবী তারাই সরকারি শিক্ষক হিসাবে নিয়োগ পান। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় সরকারি প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হলে সেটি অত্যন্ত দুৎখজনক। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের প্রতি নানা নির্দেশনা দেন এমপি আবু জাহির।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর আলমের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, পাঁচ নম্বর গোপায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ও জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী।উপস্থিত ছিলেন পোদ্দার বাড়ি আঞ্চলিক আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েল, শামীম আহমেদ স্বপন, সালেহ চৌধুরী, এনামুল হক এনাম প্রমুখ।অনুষ্ঠানে পরিচালনা করেন কৃষক লীগ নেতা সালেহ চৌধুরী। এতে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]