সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথায় বাংলাদেশী মালিকানায় প্রতিষ্ঠিত বদর আল সামা মেডিকেল কমপ্লেক্স এর শুক্রবার (১৬ অক্টোবর) রাত্রে উদ্বোধন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রিয়াদের বাথা বদর আল সামা মেডিকেল কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জামরুল ইসলাম এর সভাপতিত্বে মেডিকেল এর ডিএমডি মো: জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় মত বিনিময় সভায়
পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলো বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: মাহামুদুল হাসান, এনটিভির সৌদিআরব প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ চাঁন।
আরো বক্তব্য রাখেন কারী আবদুল হাকিম, মোফাজ্জল হোসেন শিপন, তাজুল ইসলাম গাজী, তালুকদার হারুনুর রশীদ, মোঃ জাহাঈীর আলম, ইয়ার আহমেদ, আবদুর রহমান বেলাল, ওমর ফারুক, মনির হোসেন ডালিম, শাহ মো: আলী শাওন, জসীম উদ্দিন প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠিতব্য মত বিনিময় সভায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, সমাজ সেবী ও বিশিষ্টজনরা বলেছেন প্রবাসের বুকে লাল সবুজ পতাকার ভেসে বাংলাদেশের নামে পরিচিত বদর আল সামা মেডিকেল এর অগ্রযাত্রায় সকল প্রবিসী বাংলাদেশীর এগিয়ে আসতে হবে। প্রবাসের মাটিতে দেশীয় চিকিৎসা প্রতিষ্ঠানে দেশের প্রবাসী গরীব অসহায় ও সকল শ্রেনী পেশার লোকদের সুযোগ সুবিধা আশা করেন প্রবাসী বাংলাদেশগণ ।
উদ্বোধন অনুষ্ঠানের মতবিনিময় সভায় বাংলাদেশী মালিকানায় প্রতিষ্ঠিত মেডেকেল এ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অঙ্গীকার করে সংহতি প্রকাশ করে প্রবাসী সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও যুব সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি কে সন্মাননা কেষ্ট ও সকল অতিথি কে ফুল দিয়ে বরণ করেন মেডিকেল এর চেয়ারম্যান মো: জামরুল ইসলাম।
প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশী রোগীদের চিকিৎসা ক্ষেএে সর্বোচ্চ ছাড় দেওয়ার কথা ঘোষনা করেন। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সকলেই এ হাসপাতালের উত্তর সাফল্য কামনা করেন হাসপাতালের মাধ্যমে সঠিক চিকিৎসার আশায় ব্যক্ত করে হাসপাতালের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ মহতি উদ্দোগ্যের জন্য।
————————————————
১৯/১০/২০২০