ঢাকায় নিযুক্ত ইরানের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর বলেছেন, পারস্পরিক স্বার্থের বিষয়গুলোর ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে তার সরকার।
সোমবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত ইরানের বিদায়ী রাষ্ট্রদূত।
বৈঠকে মন্ত্রী বলেন— শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতার জন্য বাংলাদেশ ও ইরান উভয়েরই অনেক ক্ষেত্র রয়েছে। উভয় দেশের উচিত হবে এসব ক্ষেত্রগুলোতে আরও সম্পৃক্ততার সুযোগ খুঁজে বের করা।
এসময় অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উন্নযন ও শান্তির প্রতি বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও সাহসী নেতৃত্বের প্রশংসা করেন বিদায়ী রাষ্ট্রদূত।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]