রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাংলাদেশে কোন দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী
শনিবার দুপুর ২টায় নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত সংগঠনের ‘মেম্বার্স ডে-২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
আমনের আবাদ নিয়ে খাদ্যমন্ত্রী বলেন- অনাবৃষ্টিতে আমন ধান উৎপাদনে কিছুটা বিলম্ব হয়েছে। তবে বিগত বছরের চেয়ে এ বছর আমনের আবাদ ভাল হয়েছে এজন্য শেখের বেটির কপাল ভাল।
ভোক্তাদের সিল্কি (পলিশ) চাউল খাওয়া নিশেধ করে খাদ্যমন্ত্রী বলেন, চাউল পলিশ করায় কোন পুষ্টিগুন থাকে না। এজন্য এ চাউল খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। চাউল পলিশ করায় প্রতিবছর প্রায় ২০ লাখ মেট্রিক টন নষ্ট হয়ে যায়। এতে একদিকে যেমন বিদ্যুৎ অপচয় হয় অন্যদিকে পুষ্টিগুণ থাকে না। চাউল শর্টার করা যাবে কিন্তু পলিশ করা যাবে না। এছাড়া বস্তার গায়ের ধানের জাতের নাম লিখে বাজারজাত করার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী।
ব্যবসায়ির উদ্যেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, সততা আর নিষ্ঠার সাথে যারা ব্যবসা করেন তারা অবশ্যই স্ব স্ব ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে প্রকৃত ব্যবসা না করে ভিন্ন খাতে অর্থাৎ বাড়ি গাড়ি বানিয়ে ফেলেন তারা পরবর্তীতে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে ডিফল্টার হয়ে যান। আসলে তাদের ইচ্ছাই অসৎ। আসলে ঋণ পরিশোধের ইচ্ছাই তাদের থাকেনা। যারা লেগে থাকে, লেগে আছে তারা অবশ্যই সফলতা অর্জন করে।
নওগাঁ জেলার উন্নয়নে খাদ্যমন্ত্রী বলেন- উন্নয়নের ধারাবাহিকতায় ইতিমধ্যে এ জেলায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। পাবলিক বিশ্ব বিদ্যালয় অনুমোদন লাভ করেছে। আশাকরি জাতীয় সংসদের আসন্ন শীত মওসুমের অধিবেশনে সংসদীয় অনুমোদন লাভ করবে। জেলায় এটি ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক অনুমোদন পেয়েছে।
কৃষকদের আরও সহজভাবে সার সরবরাহ করতে ইতিমধ্যে একটি বাফার গো-ডাউন নির্মাণ এবং একটি হিমাগার নির্মাণের জন্য অনুমোদন লাভ করেছে।
নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, এফবিসিসিআই-এর সহ-সভাপতি আমিন হেলালী, পরিচালক মোসাদ্দেক হোসেন খান ও যশোধা জীবন দেবনাথ, নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতিত্ব জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, বেলকন কোম্পানী লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বেলাল হোসেন এবং পরিবহন মালিক গ্রæপের সাধারন সম্পাদক রেজাউল মোস্তফা কালিমি বাবু বক্তব্য রাখেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.