অঞ্জন লাল মহাজন, হাটহাজারী: রবিবার ২৯ মে ২০২২ইং বেলা ১২ ঘটিকায়,পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে,এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয এই সময় কেন্দ্রীয় যুবলীগের,চেয়ারম্যান শেখ ফজলে শার্মস পরশ জাতীয় পতকা ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল,যুবলীগের দলীয় পতকা উত্তোলন করেন পড়ে পায়রাও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সম্মেলন,উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মাদ বদিউল আলম,ডিস্টার্ব ব্যারিস্টার শেখ ফজলে নাঈম,, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ,প্রচার ওপ্রকাশনা সম্পাদক জয় দেব নন্দি,উপ প্রচার প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী, ওকার্যনির্বাহী কমিটির সদস্য, নিয়াজ মোরশেদ এলিট,, উত্তর জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মামুন,, সাধারণ সম্পাদক রাসেদুল আলম, যুগ্ন সম্পাদক মিজানরু রহমান মিজান,সম্মেলনে দক্ষিণ ও উত্তর চট্টগ্রামের হাজার হাজার নেতা কর্মি ঝর বিষ্টি উপেক্ষা করে যোগ দিয়েছে,,