শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন(বিসিক) শিল্পনগরী খুলনা ও শিরোমণি শিল্পাঞ্চলের শিল্প মালিকগণের উদ্যোগে শিরোমণি শিল্পাঞ্চলে দুস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপন ও দোয়া অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসুচি পালন করেন। গতকাল সোমবার দুপুরে খুলনার বিসিক শিল্পনগরীর শিরোমণিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিসি(শিক্ষা ও আইসিটি) খুলনার মো. সাদিকুর রহমান খান। বিসিক খুলনার আঞ্চলিক পরিচালক(উপসচিব) কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, বিসিক খুলনা জেলা কার্যালয়ের ডিজিএম আবির হোসেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, র্শিল্পমালিক কবির হোসেন, মাওলানা মুজিবুর রহমান মোল্যা, ইসতিয়াক আহম্মেদ, মো. শেখ আব্দুল হক, শিরোমণি বিসিক শিল্পাঞ্চলের কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলাম, আইয়ান জুট মিলের সত্ত্বাধিকারী ফেরদৌস ভুইয়া। কাজী গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিসিক শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগণ, বিসিকের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সুধি সমাজের বিশিষ্ট বক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিরোমণি বিসিকের মধ্যে বিভিন্ন স্থানে ফলজ,বনজ ও ঔষাধি বৃক্ষরোপন করা হয়।