বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) আবু ফরাহ মো. নাছেরকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রোববার (১৪ মার্চ) স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন আজ সোমবার (১৫ মার্চ) জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) আবু ফরাহ মো. নাছেরের পিআরএল স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ১০(৪) ধারার বিধান এবং এ সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১১ জুন, ২০১৯ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০০১.১৮-৩০৬ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী তার বয়স ৬২ বছর পূর্তি পর্যন্ত তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়েগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]