রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাংলাবাজার ঘাটে যাত্রীর ভিড় বাড়ছেই
মোঃসোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
করোনা ভাইরাসের সংক্রমন রোধে আসছে কঠোর লকডাউন। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধসহ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে বারন রয়েছে। এদিকে কঠোর লকডাউনের আগেই বাড়ি ফিরতে হবে। তাই শিবচরের বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ভিড় যেন কমছেই না। ঢাকা থেকে বাড়ি ফেরা যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে ফেরিতে। সোমবার(২৮ জুন) শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে গিয়ে ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিকে যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোন প্রবণতা দেখা যায় নি। ফেরিতে গাদাগাদি করে গায়ের সাথে গা মিশিয়ে দাঁড়িয়ে এবং বসে পদ্মা পার হতে দেখা গেছে।বিআই ডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ৪ টি রোরো ফেরিসহ ১৬ টি ফেরি চলাচল করছে। ফেরিতে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। কঠোর লকডাউনের আগেই যাত্রীদের গন্তব্যে যাওয়ার তাড়াহুড়া রয়েছে। ঢাকা থেকে দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের পাশাপাশি ঢাকাগামী যাত্রীদের ভিড়ও রয়েছে।ঘরমুখো যাত্রী আয়শা আক্তার বলেন, 'লকডাউনের আগেই বাড়িতে চলে যাচ্ছি। আজ প্রচুর ভিড় রয়েছে ফেরিতে।ঢাকা থেকে আসা গোপালগঞ্জের যাত্রী মো. বাহাদুর বলেন,'লকডাউন কতদিন থাকবে তার নিশ্চয়তা নাই। সামনে কোরবানি। এমনও হতে পারে ঈদ পর্যন্ত লকডাউন! ঢাকায় থেকে কি করবো? আয়রোজগার বন্ধ তাই বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে ক্ষেতখামারে দিনমজুরি করলেও পেট চালানো যাবে।বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন,'লকডাউনকে সামনে রেখে যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। যানবাহনের বাড়তি চাপ নেই। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে দূর্ভোগ নেই যাত্রীদের। সোমবার ঢাকামুখো যাত্রীদের চাপ বেশি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.