প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার হোয়াইট হাউসের বাইডেনের সঙ্গে মোদির বৈঠক হয়।
নরেন্দ্র মোদি বৈঠকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব জোরদারে বীজ বপণ করা হয়েছে। এ ছাড়া করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরকে আরও সুরক্ষিত করতে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মোদি। বাইডেনের সঙ্গে বৈঠকের পর কোয়াড সম্মেলনে যোগ দেবেন মোদি।
যুক্তরাষ্ট্রের আয়োজনে কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। করোনা ভ্যাকসিন, অবকাঠামো ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে এবারের সম্মেলনে। কোয়াড সম্মেলনের পর বাইডেন সুগার সঙ্গেও আলাদা বৈঠক করবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]