দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন একজন ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ঐ আট বছর চীন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে ব্যবসায়িক নানা চুক্তি ও লেনদেনের ক্ষেত্রে বাবার ভাইস প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়েছেন তিনি। বিদেশি অংশীদারদের সঙ্গে টেলিফোনে আলাপচারিতার সময় অধিকাংশ ক্ষেত্রেই বাবাকে সঙ্গে রাখতেন হান্টার, মাঝেমধ্যে অংশীদারদের সঙ্গে টেলিফোনে কথাও বলতেন যুক্তরাষ্ট্রের তত্কালীন ভাইস প্রেসিডেন্ট। রিপাবলিকান পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছেলেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইচ্ছাকৃতভাবেই নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন জো বাইডেন। এর আগে কর ফাঁকির বাইরে অবৈধ অস্ত্র রাখার অভিযোগেও মামলা হয়েছিল হান্টার বাইডেনের বিরুদ্ধে।
এদিকে, হান্টার দুইবার কর ফাঁকি দেওয়ার বিষয়টি স্বীকার করতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে যখন মাদকাসক্ত ছিলেন সে সময়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনার একটি মামলাতেও তিনি দোষ স্বীকার করতে চলেছেন। বিবিসি জানায়, ডেলাওয়ারের অ্যাটর্নি এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন। যেটা থেকে দোষ স্বীকার বিষয়ক একটি চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে। ঐ চুক্তির মাধ্যমে তিনি কারাদণ্ড এড়াতে পারবেন বলেও ধারণা করা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]