মোঃ জাহিদুল ইসলাম বরিশাল প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জে কিশোর গ্যাংয়ে নাসিম গ্রুপের হামলায় গৃহবধূসহ ৩জন রক্তাক্ত জখম হয়েছে৷ আহতরা হলেন রহিমা আক্তার পপি (৩৩), তার স্বামী মাসুদ রানা (৩৯) ও পুত্র শাওন হাওলাদার (১৬)। আহত গৃহবধূ রহিমা আক্তার পপিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৯ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার পাদ্রীশিবপুর আড়াইবেকি গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত মাসুদ রানা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকি গ্রামের মোঃ মাসুদ রানার সাথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মোঃ কামাল মৃধার সাথে বিরোধ চলছে। তাহার জের ধরে রবিবার সন্ধ্যা ৬টার সময় মোঃ কামাল মৃধা ও তাহার ভাগ্নে নাসিম হাওলাদারসহ অজ্ঞাতনামা ৫-৭ জন ভাড়াটিয়া মাস্তান হাতে দা, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে পাদ্রীশিবপুর নিউমার্কেট মাসুদ রানার বসতঘরের সামনের উঠানে অনধিকার প্রবেশ করিয়া অশালিন ভাষায় গালিগালাজ করে গৃহবধূ রহিমা আক্তার পপিকে লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে কিশোর গ্যাং হোতা নাসিম হাওলাদার আঘাত করিলে তার নাকে পরিয়া হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হয়। স্বামী মাসুদ রানা ও পুত্র শাওন হাওলাদার তাকে বাঁচাতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে। হামলাকারীরা গৃহবধূ পপির পরিধেয় কাপড়-চোপড় টানাহেঁচড়া করিয়া শ্লীলতাহানি করে। স্থানীয় লোকজন তাদের ডাক চিৎকার শুনে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাসুদুর রহমান জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবেন।