বরিশাল প্রতিনিধি:বাকেরগঞ্জ পৌরসভার এলাকার ৬ নং ওয়ার্ডের সিএনবি সড়ক সংলগ্ন এম এ ফিলিং স্টেশনের মধ্যে চোরাইকৃত একটি কাভার ভ্যান ক্রয় বিক্রয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশ। কাভার ভ্যানের নং ঢাকা মেট্রো ট-২৪-২৫২৪।৩০/১২/২০২২ ইং রাতে বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রুইতারপার এম এ ফিলিং স্টেশনের মধ্যে চোরাইকৃত একটি কাভার ভ্যানের সামনে ভরপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মনোয়ার সিকদার এর পুত্র রুবেল সিকতার (৩০) গোপালগঞ্জ সদরের তৈমুর রহমান সিকদার এর পুত্র শফিকুল ইসলাম টিকা (৩২) ও ভরপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত অনন্ত কুমার দাস এর পুত্র দুলাল চন্দ্র দাস কে গ্রেফতার করেন।মামলা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতদেরকে ফিলিং স্টেশনে কাভার ভ্যানের সামনের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা নানামুখী বক্তব্য দেয় ও কাভার ভ্যানের সঠিক কোন কাগজপত্র দেখাতে পারে নাই। আটককৃতরা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানান গোপালগঞ্জ জেলার বরকত সিকদার গাড়ির মালিক। তখন আশেপাশে খোঁজখবর নিলেও বরকত শিকদারকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়েই বরকত শিকদার পালিয়েছে। পলাতক বরকত শিকদারসহ রুবেল সিকদার দুলার চন্দ্র দাসকে গাড়ি চুরির সন্দেহে বাকেরগঞ্জ থানা ১৬২৪ ডায়রি হয় ও তাদেরকে ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]