মোঃজাহিদুলইসলাম(বাকেরগঞ্জ)বরিশাল প্রতিনিধি
১৬ ই ডিসেম্বর বাঙ্গালির ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন।১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানচিত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়। বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা। প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই বাঙ্গালির অন্তরে আনন্দের পসরা দোল খায়। তাই এই দিন টিকে স্মরণীয় করতে রাষ্টীয় ভাবে আয়োজন করা হয় বিজয় উৎসবের।
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনও একঝাক উৎসবের ঝুরি নিয়ে সাজিয়েছে ৫২ তম স্বাধীনতা ও বিজয় দিবস উৎযাপনের অনুষ্ঠান।
বিজয় দিবসের প্রক্কালে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,স্কুল কলেজের শিক্ষক বৃন্দ, মুক্তি যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়া শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৮ ঘটিকায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লের প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম ( চুন্নু)।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম ( মিনু), মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার,
বাকেরগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার মাহমুদের নেতৃত্বে কুচকাওয়াজের প্যারেড অনুষ্ঠি হয়। প্যারেডে পুলিশ সদস্য ছাড়াও আনসার, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, গার্লসগাইড, সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রসার বিপুল সংখ্যক ছাএ- ছাএী অংশ নেয়।
পরে একই মাঠে স্কুল কলেজের ছাএ ছাএীদের অংশ গ্রহনে মুক্তি যুদ্ধের স্মৃতির উপর বিভিন্ন শারীরিক ডিসপ্লে প্রদর্শিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুলে শিশু দের চিএাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]