রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১ | ১১ শাওয়াল ১৪৪৬
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
বুধবার (২১ জুলাই ২০২৩ ইং) বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলার পূর্ব বোয়ালিয়া ঠেকেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত বিজয় কৃষ্ণ পাইক উপজেলার বোয়ালিয়া বাজারে কৃষ্ণ মেডিকেল হলের মালিক এবং পেশায় পল্লী চিকিৎসক। তিনি বুধবার পূর্ব বোয়ালিয়া গ্রামের নুহ হাওলাদারের অসুস্থ মাকে দেখে মোটরসাইকেলে করে বোয়ালিয়া বাজারে নিজের ফার্মেসিতে ফিরছিলেন। এসময় টেকেরহাট নামক স্থানে একটি অটো গাড়িকে পাশ কাটিয়ে তিনি সামনের দিকে যেতে চাইলে মোটর সাইকেলটিসহ একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। অটো গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ তার শরীরের উপর উঠলে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় তার পিছনে থাকা নুহ হাওলাদার গুরুতর আহত হয়।
বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান, সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ পাইকের মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.