ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। শুক্রবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এ হামলার দায় স্বীকার করে।
আইএসের সংবাদ সংস্থা আমাকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলিমরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার বাব আল-শারকির তায়ারান চত্বরের একটি পুরোনো কাপড়ের বাজারে দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
২০১৮ সালের জানুয়ারির পর বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা এটি। তিন বছর আগে তায়ারান চত্বরে হওয়া আগের হামলায় ৩৫ জন নিহত হয়েছিল।
হামলার কয়েক ঘণ্টা পর বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে হামলায় জড়িত থাকার কথা জানায় আইএস।
ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রাসুল বলেছেন, বৃহস্পতিবারের হামলাটি দুই আত্মঘাতী জঙ্গি চালিয়েছে। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যেরা তাদের অনুসরণ করছিল, একপর্যায়ে ওই দুজন বাব শারকি এলাকার ভেতর গিয়ে আত্মঘাতী হামলা চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে জোড়া বোমা হামলার পর মাটিতে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় এবং আহতদের বাগদাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]