বাগমারা, রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেল ৩ঘটিকার সময় উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক অধ্যাপক আইনাল হকের সঞ্চালনায় ও বাগমারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু মুসা জাওহারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,শ্রমিক কল্যান ফেডারেশনের রাজশাহী জেলার সাধারন সম্পাদক মাও শফিকুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা আ:আহাদ কবিরাজ,বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর,কামরুজ্জামান হারুন,উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক অহিদুল ইসলাম,পচ্শিম।
বাগমারা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি আ:রাজ্জাক, বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান, এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বাগমারা উপজেলার ১৬ টি ইউনিয়ন ও সকল ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক সহ উপজেলার ১০০০ জন শ্রমিক সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,সম্মেলনে ২০২৫-২৬ সেশনের বাগমারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের ৩৫ জনের কার্যকরী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিন আলম ও সাধারন সম্পাদক অধ্যাপক আইনাল হক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]