মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি: আঞ্চলিকভাষায় কথা বলার সূত্র ধরে ডাকাত দলের প্রধানকে গ্রেফতার করা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে ডাকাতির ঘটনায় আন্ত জেলা ডাকাত দলের প্রধান কবির বয়াতীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। আন্ত জেলা ডাকাত দলের প্রধান কবির বয়াতীর নামে বাগেরহাট জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত কবির ডাকাত বাগেরহাটের মোড়েলগঞ্জের দক্ষিণ সুতালড়ীর ভাষান্ডা এলাকার আ. সত্তার বয়াতীর ছেলে।বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতরা সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের গ্রামের বাড়ী বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরে মঙ্গলবার দিবাগত রাতে জানালার গ্রীল ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বাণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন। সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ঢাকায় বসবাস করলেও ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের বাড়িতে তার চাচাত ভাই শহিদুল হক সাবু পরিবার নিয়ে বসবাস করেন। মুখে মাস্ক ও হাফপ্যান্ট পরিহিত অজ্ঞাত ডাকাতরা মোড়েলগঞ্জ-বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। সেই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ী গ্রাম থেকে কবির ডাকাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির ডাকাত ওই বাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ডাকাতির ঘটনায় আর কে কে জড়িত তা জানতে কবির ডাকাতকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আবেদন করা হবে। গ্রেফতারকৃক কবির বয়াতীর নামে বাগেরহাট জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]