মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তাঁর নাম শেখ সোয়াইব (১৫ )। বুধবার (১৮ মে) রাত ৮ টার সময় গিলাতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে ৷ সে ওই এলাকার রুহুল আমিন এর পুত্র ৷ পুলিশ ও স্থানীয়রা জানায়, সোয়াইব গিলাতলা স্কুলে নবম শ্রেনীতে লেখাপড়া করে ৷ কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল আচরণ, মেয়েদের উত্যক্ত করার কারনে একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করে স্কুল কতৃপক্ষ ব্যার্থ হয় ৷ সর্বশেষ ঘটনার আনুমানিক ২ দিন আগে তাকে স্কুল থেকে টিসি দেয়ার সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ ৷ এতে তার পরিবারের লোকজন শোয়েব এর উপর ক্ষুব্ধ হয়ে তাকে ঝগড়া করে ৷ ওইদিন রাতেই অভিমান করে সে নিজ ঘরের আড়াতে গলায় ফাঁস দেয় ৷ একপর্যায়ে তার বড় ভাই ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম দাস জানান, রামপাল থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে ৷ এ বিষয়ে রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ৷