সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি ঃবাগেরহাটে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ৬ এপ্রিল রাতে রাজধানী ঢাকা থেকে কামাল গাজীকে আটক করে পুলিশ। এর আগে গেল (১০ জানুয়ারী) জেলার কচুয়া উপজেলার আওয়ামী লীগ নেতা আজাদ বালির বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতরা বিল্ডিং এর জানালার লোহার গ্রিল কেটে ভিতর প্রবেশ করে। এরপর ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৪ লক্ষ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ এসব ডাকাতদের ধরতে অভিযান শুরু করে।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান। ৫ মাস আগে বাগেরহাটের কচুয়ায় আওয়ামী লীগ নেতা আজাদ বালির বাড়িতে ডাকাতির ঘটনায় খুলনার দ্বীন ইসলামের পুত্র মোহাম্মদ সোহেল ঘটনার সাথে জড়িত বলে পুলিশ জানতে পারে।তার স্বীকারোক্তি মতে ৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এরপর সোহেলের তথ্য অনুযায়ী ঢাকা থেকে কামাল গাজীকে আটকের পর তার স্বীকারোক্তি মতে নিজের ঘরে রাখা একটি স্বর্ণের চেইন ও আংটি উদ্ধার করে পুলিশ। এ সময় কামাল গাজি আরো জানান, তার সাথে বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ গ্রামের প্রদীপ কুমারও জড়িত আছে। প্রদীপকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী নিজের ঘরে থাকা পিস্তল ও এক রাউন্ড গুলি ও গ্রীল কাটার উদ্ধার করা হয়।এছাড়াও খুলনা জেলার রূপসা উপজেলার মালেক গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী এবং খুলনার নাজির ঘাট এলাকার জবেদ আলী শেখের ছেলে সুমন শেখকে এই ডাকাতির ঘটনায় আটক করেছে পুলিশ। প্রেস ব্রিফিং আরো জানানো হয় আটককৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে ঢাকা, রাজবাড়ি,খুলনা, যশোর বাগেরহাট সহ অন্তঃত ১৫ টি জেলায় ডাকাতি করে আসছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]