উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
৭১ টিভি ও কালের কণ্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর অসুস্থতার খোঁজ নিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) খুলনা বিভাগের কনসালটেন্ট ডা.আরিফ।
চলতি মাসের ৭ তারিখে করোনা টিকা নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী। ১৫ দিনের অধিক সময় কেটে গেলেও অসুস্থ সাংবাদিকের শারীরিক অবস্থার তেমন কোন দৃশ্যমান উন্নতি হয়নি।এমন অবস্থায় তিনি খুমেকের সিসিইউতে ভর্তি আছেন।
তাঁর অসুস্থতার খবরে ২২ ফেব্রুয়ারী সোমবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে।এদিন খুমেকের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে চিকিৎসার সার্বিক বিষয় নিয়েও পর্যালোচনা করেন হু'র প্রতিনিধি।এ বিষয়ে আরো জানা গেছে তার চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরের তথ্য মতে, গত ৭ তারিখে টিকা নেওয়ার পরদিন তিনি অসুস্থ বোধ করেন। এর পর তার ব্লাড টেস্ট, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম করিয়েও শারীরিক অন্যকোনো সমস্যা ধরা পড়েনি। পরবর্তীতে তারা মেডিক্যাল বোর্ড বসিয়ে তাকে চিকিৎসা দিয়েছেন কিন্তু তার কোন উন্নতি না হওয়ায় খুলনা মেডিক্যালে পাঠানো হয়।সেখানে ও কয়েক দফা পরীক্ষা করেও তার সুনির্দিষ্ট কোন রোগ ধরা পড়েনি।
বিভিন্ন তথ্য সূত্র ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে অসুস্থ সাংবাদিক বর্তমানে জ্বর, শ্বাসকষ্ট, হাত-পায়ে জ্বালাপোড়া, হাত অবশ হওয়া, মেমোরি লস হওয়া সহ নানা উপসর্গে ভুগছেন।
তার এমন পরিস্থিতিতে খুমেকের বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাও করা হবে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সংগঠন ও তার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে অসুস্থ সাংবাদিকের সুস্থতা কামনা করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]