রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাগেরহাটে বাড়ি থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার
মেহেদি হাসান নয়ন বাগেরহাটঃ রোববার (১৯ জুন) সকালে শরণখোলা উপজেলার বন সংলগ্ন গ্রামের মোদাচ্ছের ধলাইয়ের বাড়ির ডোবা থেকে ইলিশের জালে জড়ানো অজগর সাপটিকে উদ্ধার করে সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা।পরে বনবিভাগের সহায়তায় এটি বেলা ১১ টার দিকে অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। সাপটি ধরা পড়ার আগে ওই গৃহস্থের তিনটি মুরগী খেয়ে ফেলে বলে জানা যায়।পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগরটি ১৫ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২০ কেজি। স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করে শরণখোলা ফরেস্ট অফিসে নিয়ে আসে। পরে বনরক্ষীদের সহায়তায় সাপটিকে বনে অবমুক্ত করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.