বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের জেলার চিতলমারী উপজেলার ৭নং সন্তোষপুর ইউনিয়নের দরিউমাজুড়ী গ্ৰামের সাংবাদিক রণিকা বসুর (মাধুরী) পরিবারের উপর গ্রাম পুলিশ কর্তৃক দুই দফায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে৷ অভিযোগের প্রক্ষিতে জানাযায়, বুধবার সকাল ১১ টায় সাংবাদিকের বাড়িতে ১৫-২০জন সন্ত্রাসীরা হাতুরি, সাবল, রামদা,কুরাল ও মোটা লাঠি দিয়ে হামলা চালিয়ে তার বৃদ্ধ পিতা বিমল বসু (৭০)বৃদ্ধা মাতা প্রিয়া বসু (৬৫) ছোট ভাই তন্ময় বসু (২৫) ভাইয়ের স্ত্রী অর্পনা বসু (২২)ও ১ বছরের কোলের শিশুসহ মোট ৫ জনকে মেরে রক্তাত ও আহত করে ফেলে রেখে যায়৷পরে তাদের আহত ও রক্তাত অবস্থায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ দ্বিতীয় দফায় বিকাল ৪টার সময় গ্রাম পুলিশ মনোজ বসু তার বহিরাগত ১০ জনের সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালান এবং বাড়িতে থাকা ভাইয়ের স্ত্রী অর্পনা বসুকে হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন গ্রাম পুলিশ মনোজ বসু।