রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাগেরহাটে চাঞ্চল্যকর ফিরোজ হত্যা মামলায় আটক-৫
ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের রামপাল উপজেলায় অাওয়ামীলীগ কর্মী ফিরোজ ঢালি কে কুপিয়ে হত্যা মামলার তালিকাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করছে র্যাব। (র্্যাব -৬) । রবিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়ছে বলে জানা যায়।গ্রেফতার হওয়া অাসামিরা হলেন রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া গ্রামের মোঃ বজলু শেখ (২৫), ইমরান শেখ (২২), এনাম শেখ (৪২) সুমন শেখ (২১) ছেলে সাগর গাজী (২২) গত রবিবার (১৯ ডিসেম্বর) ফিরোজের স্ত্রী বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮ তারিখ ১৯/১২/২০২১ ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/৩৪ পেনাল কোড। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে মেজর এম রিফাত-বিন-আসাদ এবং লেঃ কমাঃ এম সারোয়ার হুসাইন এর নেতৃত্বে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ফিরোজ ঢালী হত্যা মামলার তালিকাভুক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তারা। বিশেষভাবে উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে বাগেরহাট জেলার রামপালের শ্রীকলস গ্রাম এলাকায় ফিরোজ ঢালিকে নৃশংসভাবে হত্যা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.