জোবায়ের ফরাজী বাগেরহাট প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ বাগেরহাটে টিকটিক ও লাইকি অ্যাপসে আপত্তিকর ছবি পোস্ট করাকে কেন্দ্র করে শ্রাবণী আক্তার সুমা(১৯) নামে কলেজ পড়ুয়া এক য্বুতীকে শ্বাসরোধে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী আব্দুল্লাহ আল নাঈম ওরফে শান্ত।বাগেরহাট পৌরসভার দশানী এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।নিহত সুমা পার্শবর্তী সিংড়াই গ্রামের আব্দুল করিম বকসের মেয়ে এবং বাগেরহাট সরকারি পি.সি. কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ছাত্রী।শান্ত দশানী উত্তরপাড়া এলাকার গোলাম মোহাম্মাদের ছেলে। ভালোবেসে গত ২০১৯ সালে সোমাকে বিয়ে করেছিলেন শান্ত।পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়," ঢাকার একটি পোশাক ফ্যাক্টরিতে চাকরি করতেন শান্ত। সম্প্রতি করোনা পরিস্থিতিতে তার চাকরি চলে গেলে তিনি বাড়িতে ফেরেন। কিছুদিন পর শান্ত ও সুমার মধ্যে টিকটকে আপত্তিকর ছবি পোস্ট করা নিয়ে ঝগড়া হয়। পরে সুমা রাগ করে বাবার বাড়ি চলে যান।শনিবার বিকালে শান্ত ফোন করে তার স্ত্রীকে নিজ বাড়িতে ডেকে নেন। মাগরিবের নামাজের পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।পরে, ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে সোমাকে হত্যা করে শান্ত।সুমার বড় ভাই মো. রাসেল বলেন, ‘শান্ত আমার বোনতে হত্যা করবে জানিয়ে আমার বোন বিকাল ৫টার দিকে আমাকে মেসেজ দেয়। কিন্তু মেসেজটি আমি দেখি রাত ৮টার দিকে। ছুটে গিয়ে দেখি শান্ত আমার বোনকে হত্যা করেছে। আমার বোন হত্যার বিচার চাই।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, "স্ত্রীকে হত্যা করে শান্ত নামের এক যুবক থানায় আত্মসমর্পণ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে"।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]