রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাগেরহাটে দক্ষতা উন্নয়নে এনসিটিএফ এর প্রশিক্ষন অনুষ্ঠিত
মোঃ জুবায়ের ফারাজি বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) বাগেরহাটের সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী বাগেরহাট জেলা কার্যালয়ে “ শিশুর জন্য বিনিয়োগ করি – সমৃদ্ধ বিশ্ব গড়ি” এ শ্লোগানের আঙ্গিকে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান কর্মশালায় জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়ন কারী শিশু সংগঠন ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোর্স বাগেরহাট জেলা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়নে জাতিসংঘের শিশু অধিকার সনদ, শিশু আইন, লিডারশিপ, লাইফ স্কিল ও শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং বিষয়ে হাতে কলমে ধারণা প্রদান করা হয়।এছাড়াও প্রশিক্ষণ কর্মশালা শেষে সংগঠনের সভাপতি এস.এম. মানজুরুল ইসলাম সাজিদের সভাপতিত্বে আগামী শিশু অধিকার সপ্তাহ দিবস পালনে কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেনের ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান সৈকত ও জেলা ভলেন্টিয়ার স্নিগ্ধ দত্ত তিথি এবং সভাপতি এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ।কর্মশালায় অংশগ্রহণ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবিয়া আফরোজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আবিদ, শিশু গবেষক ত্বকি তাহমিদ নাফিস, আফিয়া তাসনিম মিলি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার এস এম খালিদ হাসান, তাহিয়া ইসলাম তোয়া , শিশু সাংবাদিক সায়মা আঞ্জুমান মিম,জয়তু কুমার বালা। বাগেরহাট সদর উপজেলায় সিটির কমিটির সভাপতি শেখ জাবির হাসান, সাধারণ সদস্য ফারিন ফারিয়া তিশা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.