মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট (সিডিসি) এর দাবিতে বাগেরহাটে ইনস্টিউট অব মেরিন টেননোলজি বাগেরহাটে অধ্যায়নরত শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২মার্চ) সকালে ইনস্টিউট অব মেরিন টেননোলজি একাডেমি ভবনের সামনে বিভিন্ন দাবি উত্থাপন করে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তৃতা করেন, ইনস্টিউট অব মেরিন টেননোলজি কলেজের শিক্ষার্থী নাসিম মাহামুদ শুভ, মউনুল ইসলাম, রাকিবুল হাসান, আল্লামা ইকবাল, অনিক প্রমুখ। বক্তারা বলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর আওতাধীন পাশ করা তাদেরকে দ্রুত কোন প্রকার শর্ত ব্যাতিত সিডিসি প্রদান করার দাবি জানান।এ দাবি বাস্তবায়ন করা নাহলে ক্লাশ বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে কতৃপক্ষকে হুসিয়ারি প্রদান করেন।
১ view