জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের শরনখোলায় সেনা সদস্যরা তাদের ইস্যুকৃত রেশন বাঁচিয়ে প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী পানি বন্ধি পরিবারেরর মধ্যে বিতরন করেছেন।বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারনে অতি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া বাগেরহাটের শরনখোলা উপজেলার বগি,সাউথখালী ও সুড়িয়াখালী এলাকায় এ সকল খাদ্য বিতরন করেন সেনা সদস্যরা। শরণখােলা উপজেলায় সেনাবাহিনীর করােনা প্রতিরােধক টহল দল শনিবার দুপুরে তাদের টহল জোরদারের পাশাপাশি এ ত্রাণ সামগ্রী বিতরন করেন। বাংলাদেশে করােনা প্রাদুর্ভাব গত কয়েক সপ্তাহে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে । সে প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত এবং সেনা অধিনায়কদের নির্দেশনায় জাতীয়ভাবে সারাদেশে করােনা প্রাদুর্ভাব হ্রাসকল্পে বেসামরিক প্রশাসনের সহায়তায় ৭ পদাতিক ডিভিশনের একটি দল করোনা রোধে নিরলস ভাবে এ খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন।ক্যাপ্টেন মােঃ হাসান মােরশেদ বলেন, "করােনার এই প্রাদুর্ভাবের কারণে যারা দৈনন্দিন রােজগারের উপর নির্ভর করে থাকে তাদের কষ্টসাধ্য জীবন সহজ করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের ইস্যুকৃত রেশন হতে বাঁচিয়ে প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী তাদের সাথে ভাগ করে নেবার চেষ্টা করেছে।সেনা বাহিনীর টহলকারী দল উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে জনসমাগম হতে পারে এমন জায়গায় প্রদক্ষিণ করে এবং সর্বত্র চলমান লকডাউন নিশ্চিত করে যাচ্ছে। খুব জরুরী প্রয়ােজন ব্যতিরেকে সবাইকে নিজ বাসস্থানে অবস্থান করতে এবং সরকারের দেয়া সকল বিধি নিষেধ যথাযথভাবে মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে" । এছাড়াও এসময় দেশের এ পরিস্থিতি হতে উত্তরনের জন্য সকলের সার্বিক সহযােগিতা একান্তভাবে কামনা করেন এ সেনা কর্মকর্তা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]