নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল উদ্ধার করে ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার (১৬ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কে এম আরিফুল হক মালিকদের হাতে এই মুঠোফোন তুলে দেন।এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, সাইবার ক্রাইম ইনিভেস্টিগেশন সেল, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা।হারিয়ে যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরী সূত্রে জেলা সাইবার ক্রাইম ইনিভেস্টিগেশন সেল দেশের বিভিন্ন স্থান থেকে এসব মুঠোফোন উদ্ধার করে।বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের সাধারণ ডায়েরীর সূত্র ধরে আমরা ২৫টি মোবাইল উদ্ধার করেছি। এইসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্যেগ অব্যাহত থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে মানুষদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]