বাগেরহাট প্রতিনিধি মেহেদি হাসান নয়ন দৈনিক শিরোমণিঃ চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার বালইয়ের দোকানের সামনে ওই দূর্ঘটনা ঘটে। নিহত শ্বাশত রায় (১৯) বাগেরহাট জেলার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের সুখেন্দ্র রায়ের ছেলে। তিনি বাগেরহাটে ট্রেইন রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা দিয়ে ফিরছিলেন। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, শ্বাশত রায় মোটরসাইকেল করে মোংলার দিকে আসছিল। দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কুকুরকে চাপা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী পিআপের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী শ্বাশত রায় নিহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে।বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, শ্বাশত রায় বাগেরহাটে ট্রেইন রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অংশ নিয়েছে। বাগেরহাট পুলিশ লাইনে পরীক্ষা চলছে। সে পাঁচ ধাপে অনুষ্ঠিত শারীরিক বিভিন্ন পরীক্ষায় কৃতকার্য হয়েছে। রবিবার অনুষ্ঠিত শারীরিক পরীক্ষায়ও শ্বাশত যোগ্য বিবেচিত হয়েছে।
৮ views