রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেনের ইন্তেকাল
জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন আইনজীবী এ্যাডভোকেট এম ডি মোজাফফর হোসেন ইন্তেকোল কারেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাহির রাজেউন)।বুধবার (১৬ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। আসর বাদ বাগেরহাট স্বাধীনতা উদ্যানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।জানাজা শেষে বাগেরহাট পৌরসভার সরুইস্থ ছোট কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে জানিয়েছেন তার পরিবার।জীবদ্দশায়, এ্যাডভোকেট এম ডি মোজাফফর হোসেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি, বাগেরহাট জেলা পুলিশিং কমিটির সভাপতি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাগেরহাট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাগেরহাট জেলা বিএনপিরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই প্রবীন আ্ইনজীবী।এছাড়াও বাগেরহাটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই গুনি ব্যক্তি।১৯৪০ সালে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন এ্যাডভোকেট এম. ডি. মোজাফফর হোসেন। বাগেরহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি পিসি কলেজ থেকে এইসএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন শেষে ঢাকা ল‘কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন তিনি। পরবর্তীতে বাগেরহাট জেলা জ্বজ আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন।তিনি ডেইলি ইনডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।তার মৃত্যুতে বাগেরহাটে শোকের ছায়া নেমেছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট ফাউন্ডেশন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, জেলা দদুর্নীতি প্রতিরোধ কমিটি, বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট জেলা বিএনপি, জেলা যুবদল, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.