রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাগেরহাট সফরে ট্রাভেলেটস অব বাংলাদেশ
মো.হেলাল বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর খান জাহান আলী(রহ) এর হাতে গড়া বাগেরহাট শহর। ভ্রমণপিয়াসী এবং ইতিহাস প্রেমিদের জন্য বাগেরহাট যেন ঐতিহ্যের এক লালন ভূমি। আজ শনিবার (১৮ ডিসেম্বর) বাগেরহাট শহরের প্রাত্ন-ঐতিহ্যের টানে ভ্রমনে আসেন ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার সহ প্রতিষ্ঠতা ডা.সাকিয়া হক ও তার পরিবার। এ সময় তাদের সাথে যুক্ত হয়ে বাগেরহাট ঘুরে দেখান ট্রাভেলেটস অব বাংলাদেশ এর বাগেরহাট জেলা শাখার সদস্য গন। এসময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা টিমের জেলা লিডার উম্মে তামিমা জ্যোতি; অনন্দিতা মজুমদার, স্বদেশ, সৌভিক, ফিরোজ সহ অনন্যরা। আরো উপস্থিত ছিলেন খুলনা টিমের সদস্য মূনমূন। এ ছাড়াও ট্রাভেলেটস অব বাংলাদেশের সহ প্রতিষ্ঠতা সাকিয়া হকের বাগেরহাট ভ্রমনের কথা শুনে দেখা করতে ও উষ্ণ অভ্যার্থনা জানাতে ছুটে যান জেলা রোভারের মিডিয়া টিমের সদস্য মো.জসিম উদ্দিন ও বাগেরহাটের স্থানীয় সংবাদকর্মী। এসময় তারা বাগেরহাট খান জাহান অালী(রহ) মজার, ঠাকুর দিঘি,পীরের রওজা,নয় গম্বুজ মসজিদ, পীরঅালির কবর, বাগেরহাট জাদুঘর, ষাট গম্বুজ মসজিদ,ঘোড়া দিঘি সহ অনন্য প্রত্ন নির্দশন সমূহ ঘুরে দেখেন।
এসময় ডা.সাকিয়া হক জানায় মেডিকেল এ পড়ার সময় তিনি এবং তার বাঁন্ধবী ডা. মানসী সাহা স্কুটিতে করে দেশ ভ্রমনের কাহিনী। ৬৪জেলাতে ৬৪টা স্কুলে স্বাস্থ্য ও আত্মরক্ষা বিষয়ক ক্যাম্পিং ও করেন যার নাম ছিলো নারীর চোখে বাংলাদেশ৷ প্রায় ৫ বছর আগে জন্ম হয় ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা সংগঠনের। রয়েছে নিজস্ব ভলেন্টিয়ার এবং বিভিন্ন প্রেজেক্ট। ট্রাভেলেটস অব বাংলাদেশ এখন দেশের বড় সংগঠন গুলির একটি। ডা.সাকিয়া হক আরো জানায়, যেহেতু সে খুলনারই মেয়ে তাই শৈশবে বাগেরহাটের ওপর প্রথম থেকেই ঝোক ছিলো সময় পেলেই বাগেরহাট ঘুরতে আসতাম। অনেক দিন আসা হয় নি। দীর্ঘদিন পর আবার বাগেরহাট ভ্রমনে৷ ট্রাভেলার হিসেবে দারুন অনুভূতি। এছাড়াও তিনি গত বছর ট্রাভেলেটস এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাট ষাটগম্বুজ মসজিদে যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিলো সেই গাছ গুলি ও পরিদর্শন করেন এবং বলেন যে প্রায় এক বছর পার হয়ে যাওয়ার পর ও এখানে এসে যখন নিজেদের গাছ দেখি ট্যুরটাকে সার্থক মনে হচ্ছে এক অন্যরকম ভালোলাগা কাজ করছে।এছাড়াও রানিং বছরের কর্মপরিকল্পনার বিষয়ে ধারনা দেন এবং সাংগঠনিক কাজ কর্ম আর স্বতঃস্ফূর্ত ভাবে করার উৎসাহ প্রদান করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.