মিন্টু কান্তি নাথ, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলীয়া মুসলিম পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই লাখ টাকার আকাশ মনি (গোল) কাঠসহ মিনি ট্রাক জব্দ করেছে।কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিনায়কের নির্দেশনায় বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ২৮ মে (শনিবার) সন্ধ্যা ৭ ঘঠিকার সময় অভিযান চালিয়ে ১৩৩ ফুট আকাশ মনি গোল কাঠসহ চট্রমেট্রো -১১৩৪৪৩ নাম্বারের একটো মিনি ট্রাক আটক করতে সক্ষম হয়।স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানাযায়, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ধলিয়া মুসলিম পাড়া এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠ গুলো পরিবহন জন্য প্রস্তূত কালে গোপন সংবাদের ভিত্তিতে আকাশ মনি গোল কাঠসহ চট্রমেট্রো -১১৩৪৪৩ নাম্বারের মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী।এ দিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। আটক কৃত কাঠের আনুমানিক মূল্য ২লক্ষ টাকা হবে বলে জানাগেছে।কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত বাঙ্গালহালিয়া ষ্টেশন কর্মকর্তা কামাল হোসেন বলেনলেন, আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে। আটককৃত কাঠ ও চট্রমেট্রো -১১৩৪৪৩ নাম্বারের একটি মিনি ট্রাকটি সেনাবাহিনীর উপস্থিতিতে বাঙ্গালহালিয়া ষ্টেশন কায্যলয়ে হস্তান্তর করা হয়েছে ও আটককৃত কাঠ ব্যাবসহীর বিরুদ্ধে বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।এদিকে দীর্ঘ দিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ব্যাবসহীরা রাজস্থলীর তাইতংপাড়া, বড়ইতলা,হাজীপাড়া, তালুকদার পাড়া সহ বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করে ইসলামপুর জামতালা হয়ে,টেংখালী, শফিপুর উপরে মাদ্রাসা রোড হয়ে রমতিয়া পাড়া সড়ক দিয়ে দৈনিক লক্ষ লক্ষ টাকার মুল্যবান সেগুনের গোল কাঠ সহ বিভিন্ন প্রজাতির রদ্দা প্রাচার করে আসছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]