মিন্টু কান্তি নাথ, রাজস্থলী ঃ মহাসংঘনায়ক ভদন্ত ঞানাওয়াইনসা মহাথের স্বর্গীয় পিতা উঃ সুইহ্লাচিং ও স্বর্গীয় মাতা ড হ্লাপ্রুসোওয়াং এর পূণ্য স্মৃতি স্মরণে তাদের পরলৌকিক সদ্গতি মঙ্গল কামনায় মহাসংঘদান, অষ্টপরিস্কারদান ও পবিত্র বুদ্ধমুতি অভিষেক অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে সম্পন্ন হয়েছে । ১১ মাচ শুক্রবার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইনসা মহাথের মহা সংঘনায়ক ,ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহার ও ভাই বোন,নাতি-নাতনী এবং বিহারের দায়ক দায়িকাদের উদ্যোগে আয়োজিত মহাসংঘদান, অষ্টপরিস্কারদান ও পবিত্র বুদ্ধমুতি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলে বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কতৃর্ক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথের, লংগদু পূণর্বাসন পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ ঞানুক্তরা মহাথের, নারানগিড়ি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ নাগাওয়াসা মহাথের, ভাঙ্গামুড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ ঞান মহাথের,পাইন্তাওয়াসা মহাথের, বিশুদ্ধ নন্দ মহাথের (কম্পিউটার ভারত) অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন অধ্যাপক উত্তারা মহাথেরসহ ৭০ জন ভিক্ষু ও ২৫ জন শ্রমনসহ সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,সাংবাদিক হারাধন কর্মকার প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন বিহারের তিন হাজারের অধিক দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত ভিক্ষু সংঘ ও দায়ক - দায়িকাগনদের উন্নত মানের ফ্যান,টিভি,ফ্রীজ, সামগ্ৰী দান করেন মহাসংঘনায়ক ভদন্ত ঞানাওয়াইনসা মহাথের ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]