মিন্টু কান্তি নাথ রাজস্থলী : রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দিরের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযঞ্জ মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসভা ১০ মার্চ বিকাল ৩ ঘঠিকার সময় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ধমীর্য় আলোচক ছিলেন সনাতন ঋষি আশ্রমের অধিপতি শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, বিশেষ ধমীর্য় আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধিপতি শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ, অনুষ্ঠানে পৌরহিত্যে করেন বৈষ্ণব প্রবর শ্রীল স্বরূপ মহারাজ বাবাজি,রাতে শুভ অধিবাস পরিচালনা করেন বৈষ্ণব প্রবর শ্রী সজল গৌর দে।
অনুষ্ঠানে পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য শিমুল দাস, মহিলা সদস্যা বাপ্পী দেব, অমর নাথ চৌধুরী টিকলু, মগেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত, দক্ষিণাশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, বিমল দেব, পুলক চৌধুরী, পংকজ ভুষন চৌধুরী, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন,হারাধন দাস, উৎসব পরিচালনা কমিটির সভাপতি রিটন দত্ত, সাধারণ সম্পাদক রাজু চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ বিশ্বাস,পুলক সাহা, পলাশ সেন, সুজিত কুমার কর, আশুতোষ দাস, রাজেশ দে, রনজিৎ দে, মাষ্টার শ্যামল বিশ্বাস, সাংবাদিক হারাধন কর্মকার ,আশিষ বিশ্বাস, প্রবীর দত্ত, নয়ন চৌধুরী, প্রমুখ। শুক্রবার মহোৎসবে পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ নিতে আশা ভক্তদের সাথে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]